Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জরুরী যোগাযোগ

***ঝালকাঠি উপজেলা সদর থেকে পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের দুরত্বপ্রায়৬ কিঃমি।

***এই ইউনিয়নটি ঝালকাঠির সদর এর ১০ টি ইউনিয়ন এর মধ্যে একটি ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন। এর উত্তর পাশে সুগন্ধা নদী,পশ্চিম ও দক্ষিন পাশে বিশখালী নদী ও পূর্ব পাশে পোনাবালিয়া ভারানী খাল বলে একটি বড় খাল রয়েছে।

ঝালকাঠি উপজলা থেকে রিক্সা কিংবা অটোরিক্স যোগে লঞ্চঘাট,পৌরসভা,ষ্টীমারঘাট,কলেজ খেয়াঘাট গিয়ে নৌকা বা ট্রলার যোগে ওপার গিয়ে টেম্পু ও ভাড়ায় চালিত মটরবাইক নিয়ে পোনাবালিয়া ইউনিয়নস্থ পরিষদ,গ্রামের যেকোন স্হানে বাবাজারে আসা যায়।

***উপজেলাখেকে  পোনাবালিয়া ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা-

রিক্সা  - ভাড়ারহার- ১৫- ২০টাকা।(জনপ্রতি)

খেয়া- ভাড়ারহার– ০৩-০৪টাকা।(জনপ্রতি)

***পোনাবালিয়াপরিষদ  থেকে  খেয়াঘাট পর্যন্ত -

টেম্পু  - ভাড়ারহার– ১০-১৫টাকা।(জনপ্রতি)

মটরবাইক- ভাড়ারহার– ১৫-২০টাকা।(জনপ্রতি)

মটরবাইক এর সংখ্যাঃ-৩৫ টি।

টেম্পুর সংখ্যাঃ-২০ টি।

 

***তবে ইউনিয়নটির গ্রামগুলো এখনো অন্যান্য ইউনিয়নের তুলনায় অনেক পিছনে আছে। যাতায়েত রাস্তার কিছু অংশ পাকা। আর কিছু অংশ হেরিংবন্ড। বেশির ভাগই কাঁচা রাস্তা। তাই এই ইউনিয়নের মানুষের বিপদের শেষ নাই। নৌকা,টেম্পু ও মটর সাইকেল ই প্রধান যানবহন।