Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাতৃত্বকালীন ভাতা

 

 

মাতৃত্বকালীন ভাতা পাবেন দরিদ্র কর্মজীবীরা

January 6, 2011

মাতৃত্বকালীন ভাতা পাবেন শহরের দরিদ্র কর্মজীবীরা। যাদের মাসিক আয় ৫ হাজার টাকার কম এবং অনুর্ধ্ব দুই সন্তানের মাতা কেবল তারাই পাবেন এ ভাতা। প্রতিমাসে ৩৫০ টাকা করে দুই বছর পর্যন্ত এ ভাতা দেয়া হবে। ২০১০-১১ অর্থবছরে এ ভাতার জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গার্মেন্ট এলাকা এবং শহরের অসংখ্য হতদরিদ্র বিশেষ করে বস্তিতে গর্ভবর্তী মহিলারা রয়েছেন। অতিকষ্টে জীবযাপন করছেন হাজারো শিশুর দরিদ্র মা। তারা অর্থের অভাবে তিন বেলা ভাতই খেতে পারেন না। এসব কর্মজীবী মায়েদের মাসিক আয় ৫ হাজার টাকার কম। এদের জন্য সরকার মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করতে চলছে।
২০১০-১১ অর্থবছরে সরকার ওইসব মা এবং গর্ভবর্তীদের জন্য ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে; যা সম্পূর্ণ রাজস্ব খাত থেকে দেয়া হবে। একজন মা প্রতিমাসে ওই টাকা থেকে ৩৫০ টাকা পাবেন। যিনি কেবল দুই সন্তানের মা তিনিই পাবেন এ ভাতা। তৃতীয় সন্তানের ক্ষেত্রে এ ভাতা দেয়া হবে না। ২০০৯-১০ অর্থবছরে চার হাজারেরও অধিক ইউনিয়ন পরিষদকে এ কর্মসূচী (মাতৃত্বকালীন ভাতা) আওতায় আনা হবে। প্রতি ইউনিয়নে ১৭ জন করে প্রায় ৮০ হাজার মহিলাকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হয়। আর ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ এলাকায় এর আওতা বাড়িয়ে ৮৮ হাজার জনকে মাতৃত্বকালীন ভাতা দেয়া হচ্ছে।

 

দারিদ্র বিমোচনের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত মা’দের জন্য স্বপ্ন প্যাকেজ শীর্ষক কর্মসূচিঃ

June 19, 2014

লক্ষ্যঃ ডরপ এর সহযোগিতায় আগামী দুই বছরে ৫ কোটি ৫০ লৰ টাকা ব্যয়ে ৭০০টি পরিবারের আবাসন ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মানের মাধ্যমে তাদের জীবনমান উন্নত করা এ কর্মসূচির মূল লৰ্য।
বাস্তবায়নকারী সংস্থাঃ মহিলা বিষয়ক অধিদপ্তর ও ডেভলোপমেন্ট অরগাইনেজেশন অব দি র্বরাল পুয়োর (ডরপ)।
কর্ম এলাকা ঃ বাংলাদেশের ৭টি বিভাগের ১০টি জেলার অধীনে ১০টি উপজেলা (ঢাকা বিভাগের টঙ্গীপাড়া ও কালিগঞ্জ, চট্টগ্রাম বিভাগের চাঁটখিল ও রামগতি, রাজশাহী বিভাগের সিংড়া ও বদলগাছী, সিলেট বিভাগের শ্রীমঙ্গল, খুলনা বিভাগের মুজিবনগর, বরিশাল বিভাগের দৌলতখান এবং রংপুর বিভাগের উলিপুর উপজেলা)।
বাস্তবায়ন কাল ও মোট বরাদ্দঃ জুলাই, ২০১৪ হতে – জুন, ২০১৬ এবং বরাদ্দ ৫ কোটি ৫০ লৰ টাকা।

 

 

 

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়
মহিলা বিষয় অধিদপ্তর

ঝালকাঠি সদর,ঝালকাঠি।

চলমান কার্যক্রম


পোনাবালিয়া ইউনিয়ন এর দরিদ্র মা'র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কার্যক্রম

    নং

নাম

স্বামীর নাম

গ্রাম

ওয়ার্ড

ইউনিয়ন

কার্ড নং

০১

শিউলী বেগম

সোনা মিয়া

পোনাবালিয়া০৮

পোনাবালিয়া

২০