Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজসেবা বিষয়ক

ঝালকাঠী জেলার ঝালকাঠী সদর উপজেলাধীন০৭ নং পোনাবালিয়অ ইউনিয়নে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকান্ড হয়ে থাকে। যেমন: শিক্ষা,সংস্কৃতি,স্বাস্থ্য ইত্যাদি।

সুদমুক্ত ঋণ প্রদান,এসিড দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম,বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা ,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসুচী , নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদান, বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রবেশন কার্যক্রম।

 

কি সেবা কিভাবে পাবেন

সুদমুক্ত ঋণ ,এসিড দগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও দঃুস্থ মহিলাদের ভাতা ,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি ,নিবন্ধীকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের অনুদান,বেসরকারি এতিমখানা ক্যাপিটেশন গ্র্যান্ট, প্রবেশন সুবিধা বিনা খরচে আবেদনের মাধ্যমে লাভ করা যায়।

সিটিজেন চার্টার

মনোগ্রাম

সিটিজেন চার্টার

উপজেলা সমাজসেবা কার্যালয়

ঝালকাঠি সদর, ঝালকাঠি ।

ক্রম

কার্যক্রম

সেবা সমুহ

সেবা গ্রহিতা

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কতৃপ

আর্থ-সামাজিক উন্নয়ন সেবা(সুদমুক্ত ঋণ)

১।

পল্লী সমাজসেবা কার্যক্রম

* পল্লী অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনায়ন।

*সচেতনতা বৃদ্ধি,উদ্ভুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষন প্রদান।

* ৫০০০/=টাকা থেকে ৩০,০০০/=টাকা পর্যন্ত ক্ষুদ্র ঋণ প্রদান।

* লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি

*সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রপ্তির জন্য ’ক’ও’খ’ শ্রেনীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক আয় সর্বোচ্চ ৬০,০০০/=টাকা পর্যন্ত

* সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ’গ’ শ্রেনীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০/=টাকার উর্ধে।

 নির্ধারিত ফর্মে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর

* প্রথম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১৫ দিনের মধ্যে ।

* দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ঋণ (পূণঃবিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১৫ দিনের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

২।

এসিড দগ্ধ ও প্রতিবন্ধীদের পূনর্বাসন কার্যক্রম

* এসিডদগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সুদ মুক্ত ক্ষদ্র ঋন প্রদান।

* এসিড দগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ২০,০০০/= টাকার নিচে।

*প্রথম বার ঋন (বিনিয়োগ)ঋন গ্রহনের জন্য আবেদনের পর এক মাসের মধ্যে ।

* দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ঋন(পুনঃ বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর বিশ দিনের মধ্যে ।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

সামাজিক নিরাপত্তা সেবা ।

৩।

 

 

 

 

 

 

 

 

বয়স্ক ভাতা কার্যক্রম

* সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান

*দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও উপজেলার ৬৫ বছর বা তদূর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ,যার বার্ষিক গড় আয়  অনুর্ধ ৩০,০০০/= টাকা ।

* শারীরিক ভাবে অক্ষম কর্ম ক্ষমতাহীন প্রবীন পুরুষ ও মহিলা কে সর্বোচ্চ অগ্রধিকার দেওয়া হয় ।

* তালাকপ্রাপ্ত,স্বামী পরিত্যক্তা,বিপত্নিক নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীন পুরুষ ও মহিলাদের অধিকার দেওয়া হয় ।

* যে সকল প্রবীন ব্যক্তির আয়কৃত অর্থেরসম্পূর্ণ অর্থ খাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য,চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতের ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না ।

* ভূমিহীন বয়স্ক ব্যক্তি ।

* বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে নতুন ভাতা ভোগী নির্বাচন সহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ ।

* নির্বাচিত ভাতা ভোগীকে বরাদ্ধ প্রাপ্তি স্বাপেক্ষে প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা প্রদান করা, তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের মধ্যে উত্তোলন করবেন ।

* ভাতা গ্রহিতার মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন করা যাবে ।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৪।

অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

*    সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল  প্রতিবন্ধী ভাতা প্রদান।

* ৬ বছরের উর্ধে সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কতৃক প্রদত্ত বয়স্ক ভাতা কিম্বা অন্য কোন ভাতা পান না,যিনি চাকুরী জীবি কিম্বা পেনশন ভোগী নন।

* প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ২৪,০০০/=টাকার কম ।

* বরাদ্ধ প্রপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহণ।

* নির্বচিত ভাতা বোগীকে বরাদ্ধ পা্রপ্তি স্বাপেক্ষে প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা প্রদান করা। তবে কেহ যদি  এককালিন ভাতা উত্তোলন করতে চায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে ভাতা উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৫।

বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদের ভাতা কার্যক্রম।

* সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধরিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা প্রদান।

* বয়ঃ বৃদ্ধা ,অসহায় দুঃস্থ বিধবা বা স্বামী পরিত্যক্তা মহিলাকে  অগ্রাধিকার প্রদান।

* যিনি দুঃস্থ দরিদ্র বিধবা ও স্বামী পরিত্যক্তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ও অসুস্থ।

* যিনি দুঃস্থ অসহায় প্রায় ভূমিহীন বিধবা বা স্বামী পরিত্যক্তা এবং যার ১৬ বছরের নিচে ২ টি সন্তান রয়েছে।

* বরাদ্ধ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ৩ মাস।

* নির্বাচিত ভাতা ভোগীকে বরাদ্ধ প্রাপ্তি স্বাপেক্ষে প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা প্রদান করা ,তবে কেহ এককালিন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৬।

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসুচী

   প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪ টি স্তরে বিভক্ত করে নিম্নরুপ হারে উপবৃত্তি প্রদান।

*  প্রাথমিক স্তর (১ম-৫ম) ছাত্র প্রতি ৩০০/=

* মাধ্যমিক স্তরে (৬ষ্ঠ-১০ম)ছাত্র প্রতি মাসিক ৪৫০/=

* উচ্চমাধ্যমিক স্তর(একাদশ ও দ্বাদশ শ্রেণী) প্রতি মাসিক ৬০০/=                              

*  উচ্চতর স্তর(স্নাতক ও স্নাতকোক্তর) প্রতি মাসিক ১০০০/=

* সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৫ বছর বয়সের উর্ধে প্রতিবন্ধী ছাত্র/ ছাত্রী, যাদের বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ৩৬,০০০/=টাকার নিচে।

* বরাদ্ধ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বচ্চো ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহনকারী নির্বাচন সহ উপবৃত্তি বিতরণ এবং নিয়মিত ভাবে শিক্ষাকালীন সময়।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৭।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

* সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান।

* মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী গণ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার যোগ্য ।

*     মুক্তিযোদ্ধা বলতে জাতীয় ভাবে প্রকাশিত  ৪ টি তালিকার কমপক্ষে ২ টি তালিকায় অন্তর্ভুক্ত ,সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশ রাইফেলস্ হতে প্রাপ্ত মুক্তিযোদ্ধা তালিকায় যাদের নাম  অন্তর্ভুক্ত আছে বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয় কতৃক মুক্তিযোদ্ধা সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

*      এ ক্ষেত্রে কার্যক্ষম নন বা আংশিক  কার্যক্ষম/ভুমিহীন/কর্মহীন/সহায় সম্বলহীন মুক্তিযোদ্ধাগণ অগ্রাধিকার পাবেন।

* বরাদ্ধ প্রাপ্তি স্বাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতা ভোগী নির্বাচন সহ ভাতা বিতরনের ব্যবস্থা গ্রহণ।

* মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রতি ৩ মাস অন্তর অন্তর ভাতা প্রদান করা হয়, তবে কেহ ইচ্ছা করলে একাধিক মাসের বকেয়া ভাতা নির্ধারত সময়ের মধ্যে একত্রে উত্তোলন করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৮।

স্বেচ্ছাসেবী সংগঠন নিবন্ধন কার্যক্রম।

*  স্বেচ্ছাসেবী সমাজ কল্যান মুলক কার্যক্রমে আগ্রহী সংস্থা/

প্রতিষ্ঠান/সংগঠন/বেসরকারী এতিমখানা/ক্লাব/লাইব্রেরীর নিবন্ধন প্রদান ।

*  নিবন্ধনপ্রাপ্ত সংগঠনের গঠনতন্ত্র,সাধারণ ও কার্যকরী  পরিষদ অনুমোদন,মেয়াদান্তে নব নির্বাচিত কার্যকরী  পরিষদ অনুমোদন।

* নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনিত অভিযোগ নিস্পত্তি করণ।

* নিবন্ধনপ্রাপ্ত সংগঠন সমুহের কার্যক্রম তদারকী।

* স্বেচ্ছাসেবী সমাজ্ কল্যান মুলক কর্যক্রমে আগ্রহী সংস্থা/

প্রতিষ্ঠান/সংগঠণ/বেসরকারী এতিমখানা/ক্লাব/লাইব্রেরী এর সাথে সম্পৃক্ত সদস্য এবং স্থানীয় জনগণ।

* অনুকুলে তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর ২০ কর্মদিবসের মধ্যে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

৯।

নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের মধ্যে অনুদান প্রদান।

*   নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের আয়বর্ধক কর্মসূচীর জন্য অনুদান।

*    নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠণ সমুহের জন্য সাধারন অনুদান।

*    প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দুঃস্থ ব্যক্তিদের বিশেষ অনুদান।

* দেশের সমাজ উন্নয়ন ও সমাজকল্যান বিষয়ক গুরুত্বপূর্ণ দায়ীত্বে নিয়োজিত সমাজ সেবা অধিদপ্তর এর নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এর মধ্যে যাদের কার্যক্রম সন্তোষজনক।

সংশ্লিষ্ট কার্যালয় চেক প্রাপ্তির ১৫ (পনের) কর্ম দিবসের মধ্যে

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

১০।

ক্যাপিটেশন গ্র্যান্ট

* সমাজসেবা অধিদফতর হতে নিবন্ধন প্রাপ্ত অসরকারী এতিমখানার মোট এতিম নিবাসীর ৫০% এতিম শিশুর জন্য সরকারী অনুদান প্রদান

 বেসরকারী এতিম খানায় অধ্যায়নরত গরীব অসহায় পিতৃ মার্তৃ হীন এতিম নিবাসীগন।

বরাদ্বপ্রাপ্তি, বিল দাখিল ও হিসাব রক্ষণ কার্যালয় হতে বিল পাশের পর ০৭ (সাত) কর্ম দিবসের মধ্যে ।

উপজেলা সমাজসেবা কার্যালয়, ঝালকাঠি সদর, ঝালকাঠি।

১১

প্রতিবন্ধীদের সনদ প্রদান

*   প্রতিবন্ধীদের অধিকার মর্যাদা সুরক্ষা,রাস্ট্রীয় সামাজিক কর্মকান্ডে তাদের   অংশ গ্রহন ও সার্বিক কল্যাণে সহযোগিতা প্রদানে সনদ প্রদান।

সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ।

নিলুফাইয়াসমিন

Designation: 

ইউনিয়নসমাজকর্মী

শাখা/জেলা/উপজেলার/ইউনিয়নেরনাম: 

উপজেলাসমাজসেবাকার্যালয়, ঝালকাঠিসদর

বর্তমানকর্মস্থলেযোগদানেরতারিখ: 

Thu, 03/15/1990

ছবি: 

http://sadar.jhalakathi.gov.bd/sites/default/files/sadar.jhalakathi.gov.bd/ponabaliaup.jhalakathi.gov.bd/sma03.jpg?1326125866