Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি

ক) অফিসের সাধারন পরিচিতি:- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, (বিআরডিবি) নামে  অধিক পরিচিত।

 

খ) দপ্তর প্রধানের পদবী:- উপজেলা পল্লী উন্নয়ন অফিসার।

গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামের জনসাধারনের আর্থ-সামাজিক  অবস্থার উন্নয়ন কাজে নিয়োজিত একটি বৃহৎ এবং ঐতিহ্যবাহী সরকারী প্রতিষ্টান ষাট এর দশকে ব্যাপক ভাবে প্রশংশিত ‘‘কুমিল্লা মডেল’’ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্টিত বিআরডিবি বর্তমানে গ্রামীন সংগঠন গড়ে তোলা, ক্ষুদ্র ঋন পরিচালনা, পূজিঁ গঠন, সম্পদ উন্নয়ন, প্রযুক্তি হস্থান্তর, নারীর ক্ষমতায়ন, বয়স্ক শিক্ষা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ।

 

কি সেবা কিভাবে পাবেন

 

                   উপজেলা দপ্তর

                   প্রাথমিক সমিতি/দল

                   সমিতি/দলের সদস্য

 

 

সাংগঠনিক কাঠামো

 

 

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার

 

 

 
  

 

 

 

          জুনিয়র অফিসার (হিসাব)          প্রকল্প সমূহ                    সহকারী পলস্নী উন্নয়ন অফিসার

 

 
  

 

 

                                      অফিস সহকারী/হিসাব সহকারী                          মাঠ কর্মচারী              

 

 

                                                      পিয়ন/নৈশ্য প্রহরী

 

 

সিটিজেন চার্টার

উপজেলা পর্যায়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ঃ   উপজেলাপর্যায়ে অবস্থিত উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) এর কার্যালয়েরমাধ্যমে যেসব সেবা ও সহযোগিতা প্রদান করা হয় সমিতি/ দল(পুরুষ/মহিলা) গঠন, ঋণ গ্রহনে পরামর্শ প্রদান ও এতদসংক্রান্ত যাবতীয় তথ্য ফরম সরবরাহ;সদস্যসের শেয়ার ও সঞ্চয় আমানত সংগ্রহের মাধ্যমে নিজস্ব পূঁজি গঠনে সহায়তাকরণ;সমিতির সদস্যগণকে সহজ শর্তে , (ক)  সোনালী ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ ও (খ)আবর্তক কৃষি ঋণের ব্যাবস্থা করা;বিভিন্ন প্রকল্প/ কর্মসূচীর আওতায়অনানুষ্ঠিক দল গঠন এবং  উৎপাদনমূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ঋণপ্রদান;আনুষ্ঠানিক সমিতির নিবন্ধনের পরপরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮(আট) সপ্তাহ পর সদস্যদের ঋণ প্রদান করা হয়:সমবায়ীদের উৎপাদিত শস্যেরবাজারজাতকরণের সুযোগ সৃষ্টি এবং ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহায়তা;নারীরক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশে সচেতনতা বৃদ্ধি, নারী নির্যাতন রোধ এবং যৌতুক প্রথা নির্মূলে সচেতনতাসৃষ্টিতে সহায়তা;সদস্যদের বয়স্ক শিক্ষাস্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে পরামর্শ ও সেবা ;বৃক্ষরোপন ও স্যানিটেশন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কল্পে পরামর্শ ওসহযোগিতা;অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও তাঁদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টিরলক্ষে নাম মাত্র সেবা মূল্যের বিনিময়ে ঋণ প্রদান;গ্রামীন দরিদ্রমানুষেরআর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতা প্রদান এবং গ্রামীন নেতৃত্বের বিকাশ ওদেশের অর্থনৈকিতউন্নয়নে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্তকরণ;উপজেলা অফিসের কোনকর্মকর্তা/ কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তারনিকট  উত্থাপন করা হলে তার প্রতিকার করা হবে;উপজেলা বসবাসরত যে কোনব্যক্তিকে সেবা সংক্রান্ত তথ্য প্রদানে অত্র অফিস প্রতিশ্রুতিবদ্ধ।   আজই আপন বি আর ডি বির উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার সংগে যোগাযোগ করে আপনার অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পরিবর্তনের সুযোগ নিনবি আর ডি বি আপনাদের সেবায় নিয়োজিত   

 

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

একটি বাড়ি একটি খামার প্রকল্প:-

উপজেলার ৪টি ইউনিয়নে প্রকল্পটি বাসত্মবায়ন করা হচ্ছে। ইউনিয়ন গুলি হলো ১। শেখের হাট, ২। কির্ত্তিপাশা, ৩। বিনয়কাঠী, ৪। পোনাবালিয়া, নির্বাচিত ইউনিয়নের ওয়ার্ডে ১টি করে ওয়ার্ডে ৯টি গ্রাম উন্নয়ন সমিতি গঠন করা হয়েছে। ৪টি ইউনিয়নে ৯*৪ = ৩৬টি  গ্রাম উন্নয়ন সমিতি গঠন  করা হয়েছে। ৩৬ টি গ্রাম উন্নয়ন সমিতিতে  মোট ২১৬০জন সদস্য অমর্ত্মভূক্ত করা হয়েছে।

 

প্রতি সদস্য মাসিক ভিত্তিতে ২০০/- টাকা অর্থাৎ বছরে ২০০Í১২= ২৪০০/- টাকা করে সঞ্চয় জমা করবেন। প্রকল্প থেকে ও ২৪০০/-টাকা বছরে উৎসাহ সঞ্চয় প্রদান করা হবে। এভাবে সদস্যদের পুজি গঠন করা হবে।   ২০১১-১২সনে সর্বমোট ৩৩.৩০লঃ  টাকা সঞ্চয় আদায় হয়েছে এবং প্রকল্প থেকেও ৩৩.৩০লঃ টাকা উৎসাহ সঞ্চয় প্রদান করা হয়েছে।

২০১২-১৩ সনে ৩৬.৮৬ লÿ সঞ্চয় আদায় হয়েছে  এবং প্রকল্প থেকে ৩৬.৮৬ লဴ  টাকা সমিতিতে উৎসাহ সঞ্চয় প্রদান করা হয়েছে। জুলাই/১৩ থেকে সেপ্টেম্বর /১৩ পর্যমত্ম  সঞ্চয় আদায়ের পরিমান ১১.১৪ লဴ টাকা। সদস্যদের  মধ্যে  আয়বর্ধক কর্মকান্ডে ঋণ প্রদান করা হয়েছে। ডিসেম্বর /১৩ পর্যমত্ম ৮৬২ জন  সদস্যর মধ্যে ৭১.৮৬ লဴ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

 

 

বাকি ৬ টি ইউনিয়নে ১। গাভা রামচন্দ্রপুর ২। নবগ্রাম ৩। কেওড়া ৪। গাবখান ধাঁনসিড়ি ৫। বাসন্ডা ৬। নথুলস্নাবাদ  ইউনিয়নের সম্প্রসারিত কার্যক্রম চলছে। প্রতিটি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯ ဣ গ্রাম উন্নয়ন সমিতি গঠনের কাজ চলছে

 

সদস্যদের মধ্যে আয়বর্ধক কর্মকান্ডে ঋণ প্রদান করা হচ্ছে। ২০১২-১৩ সনে ৫০৭ জন সদস্যের মধ্যে ৩৬.৪৭ টাকা ঋণ বিতরন করা হয়েছে।

সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী-২য় পর্যায়(সিভিডিপি):-

 

বাংলাদেশে মোট ৬৬টি উপজেলা এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ঝালকাঠী জেলায় একমাত্র ঝালকাঠী সদর উপজেলায়

সিভিডিপি প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ‍ঋন নয় প্রশিক্ষন চাই" এ প্রকল্পের মূল স্লোগান। এ প্রকল্পের আওতায় অত্র উপজেলায়

৭৫টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি রয়েছে।

এ প্রকল্পের আওতাভূক্ত সমিতিতে বর্তমানে ৮৪.৮৯ লক্ষ টাকা সঞ্চয় রয়েছে। যা সমবায়ীরা তাদের প্রয়োজনের সময় ঋন হিসেবে গ্রহন করতে পারে। এ প্রকল্প মাধ্যমে গ্রামে সাধারন মানুষকে বিভিন্ন প্রশিক্সন প্রদান করা হয়। যার মাধ্যমে তারা সাবলম্বী হয়ে উঠছে।

 

সদাবিক প্রকল্প:

বিত্তহীনজনগোষ্টীকেনির্দিষ্টকরেসংগঠনসৃষ্টি, সচেতনতাবৃদ্ধি, পেশাভিত্তিকদক্ষতাবৃদ্ধি,ওস্ব-কর্মসংস্থানেরসুযোগসৃষ্টিরউদ্দেশ্যেতাদের  নিজস্বপুঁজিরসহায়কহিসাবেঋণসুবিদাপ্রদানকর্মসূচীরঅন্যতমপ্রধানলক্ষ্য।দলেরসকলসদস্য/সদস্যগনকেএকার্যক্রমেরআওতায়পর্যায়ক্রমেরআনাহবে।

সমন্বিতদারিদ্রবিমেচনকর্মসূচীরঋণকার্যক্রমেরলক্ষ্যওউদ্দেশ্যহলোঃ

ক) কর্মসূচীভুক্তউপকারভোগীসদস্য/সদস্যদেরআর্থ-সামাজিকউন্নতিরজন্যপুঁজিসহায়কহিসাবেফলপ্রসু  ঋণকার্যক্রমচালুকরা।

খ) গরীবমানুষেরজীবনযাত্রারমানউন্নয়নওদক্ষসামাজিকশক্তিতেরম্নপামত্মরকরা।

গ) প্রকল্পেরস্বয়ম্ভরতাঅর্জনেরলক্ষ্যেআবর্তকঋণতহবিলের(আরএলএফ) অব্যাহতবৃদ্ধিসাধন।

ঘ) প্রকল্পেরআওতায়ঋণবিতরণওআদায়প্রক্রিয়ায়জড়িতদের  সুষ্টুধ্যানধারনাপ্রদানেরমাধ্যমেঋণকার্যক্রমসহজবোধ্য,গতিশীলওফলপ্রসূকরেতোলা।

 

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)

 

দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের আর্থসামাজিক উন্ন্য়ন শীর্ষক একটি প্রকল্প । ঝালকাঠী সদর উপজেলায় প্রকল্পটির কার্যক্রম ২০১২-১৩ অর্থ বছর থেকে চালু হয়েছে। প্রকল্পের আওতায় এ পর্যমত্ম ১৮ টি মহিলা সমবায় সমিতি গঠন করা হয়েছে। সমিতির সদস্য সংখ্যা ৩৮৮ জন । সদস্যাগন এ পর্যমত্ম ১.৫০ লÿ টাকা সঞ্চয় জমা করেছেন । ১২০ জন সদস্যর মধ্যে বিভিন্ন আয় বর্ধক মূলক কর্মকান্ডে ১২.০০ লÿ টাকা ঋন বিতরন করা হয়েছে।